জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত খালেদা জিয়া
কেক কেটে ৬৯তম জন্মদিন উদযাপন করলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার রাত ১২টা ০১ মিনিটে গুলশান কার্যালয়ে বিএনপির প্রতীক সম্বলিত একটি কেক কাটেন তিনি। এরপর দলের সিনিয়র নেতা আর এ গনি এবং ঢাকা মহানগর আহ্বায়ক মির্জা আব্বাসকে নিয়ে অন্য দুটি কেক কাটেন। পরে কক্ষের ফটকের সামনে এসে নেতা কর্মীদের ফুলের শুভেচ্ছা নেন। কেক কাটার পর দুটি কেক এতিম খানায় পৌঁছে দেয়ার নির্দেশ দেন খালেদা জিয়া। এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য জমিরউদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল হালিম, সাবিহ উদ্দিন আহমেদ, এম এ কাইয়ুম, জয়নুল আবেদীন, এ জেড এম জাহিদ হোসেন, আমান উল্লাহ আমান প্রমুখ। পেশাজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক শফিক রেহমান, শওকত মাহমুদ, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, এম এ আজিজ, সৈয়দ আবদাল আহমেদ প্রমুখ।