বিধ্বস্ত ঘরবাড়িতে ফিরছেন গাজাবাসী
দুই দফা যুদ্ধবিরতির পর তৃতীয় ধাপে আরো ৫ দিন যুদ্ধবিরতি বাড়ানোর পর বিধ্বস্ত ঘরবাড়িতে ফিরছেন গাজাবাসী। মিসরের মধ্যস্ততায় দুই ইসরাইল ও হামাস অস্ত্র বিরতিতে থাকায় সেখানকার পরিস্থিতি এখন অনেকটাই শান্ত রয়েছে।
ওম আহমেদ। খুজার অধিবাসী এক নারী। তার বাড়িটি গত বছর কিনেছিলেন। নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় ঘরটিকে দাড়ানো দেখে গিয়েছিলেন। কিন্তু আজ সেখানে ফিরে দেখেন, তার ঘর নেই। সেটি একটি ধ্বংসস্তুপ।
তিনি বলেন- আমি এ অবস্থা দেখে হতভম্ব হয়ে রাস্তায় চিৎকার করছিলাম। এখনো ঘরটির কিস্তি পরিশোধ করতে হচ্ছে। আমি বিধবা। এর আগের যুদ্ধের সময় আমার স্বামী মারা যান। আর এবার আমার বাচ্চা হাসপাতালে কাতরাচ্ছে।
তার এক আত্মীয়ও চার সন্তানকে নিয়ে ফিরে এসেছেন। তিনি জানান আমার অনেক আত্মীয়ের খোঁজ পাচ্ছি না। জানি না তাদের কী অবস্থা হয়েছে।
উল্লেখ্য ৮ জুলাই থেকে শুরু হওয়া যুদ্ধে ১ হাজার ৯শ’ ৬০ ফিলিস্তিনি নিহত ও ১ লাখেরও বেশি লোক আহত হয়েছেন। যাদের অধিকাংশই সাধারণ নাগরিক। অন্যদিকে ইসরাইলি পক্ষে ৬৪ জন সৈন্য নিহত হয়েছে।