অবশেষে প্রধানমন্ত্রিত্ব ছাড়লেন মালিকি
হায়দার আল-আবাদির নিয়োগকে স্বীকার করে ইরাকের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন নূরি আল মালিকি। বৃহস্পতিবার রাতে এক টেলিভিশন ভাষণে সরে যাওয়ার ঘোষণা দেন মালিকি। তিনি বলেন, দেশের ঐক্য অটুট রাখতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে প্রেসিডেন্ট নতুন প্রধানমন্ত্রী হিসেবে হায়দার আল-আবাদিকে নিয়োগ করলে মালিকি পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছিলেন।
ইরবিল থেকে আলজাজিরার জান আরাফ জানিয়েছেন, প্রভাবশালী শিয়া নেতা আয়াতুল্লাহ আলী আল সিস্তানির বিবৃতির পর মালিকি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। নতুন প্রধানমন্ত্রীকে যুক্তরাষ্ট্রও স্বাগত জানিয়েছে।