ইসরাইলি আগ্রাসন প্রতিরোধে বিশ্বকে এগিয়ে আসার আহ্বান ২০ দলের
ফিলিস্তিনের গাজায় ইসরাইলের আগ্রাসন ও গণহত্যা প্রতিরোধে এগিয়ে আসতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ২০ দলীয় জোটের নেতারা। গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে শনিবার বিকেলে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ২০ দলীয় জোটের কালো পতাকা মিছিল শুরুর আগে প্রধান অতিথির বক্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, ইসরাইলি আগ্রাসী বাহিনী গাজার নিরীহ-নিরস্ত্র মানুষের ওপর নির্বিচারে হামলা চালিযে গণহত্যা চালাচ্ছে। তারা নির্বিচারে অসহায় মানুষের বাড়িঘর ধ্বংস করে চলেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি বলেন, আমাদের এ শান্তিপূর্ণ মিছিলের মাধ্যমে বিশ্ব জানবে আমরা ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশ গাজায় গণহত্যার বিরুদ্ধে অবস্থান করছে। বিশ্ব সম্প্রদায়কেও ইসরায়েলি আগ্রাসন রুখতে এগিয়ে আসতে হবে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, যেসব এলাকায় এখনও ইসরাইলি সেনাবাহিনী মোতায়েন রয়েছে সেসব এলাকা থেকে সেনাবাহিনী প্রত্যাহার করে গাজার সাধারণ মানুষের ওপর ওসব এলাকার ভার ছেড়ে দিতে হবে। ইসরাইলি আগ্রাসন অবিলম্বে বন্ধ করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস। পরে নয়াপল্টন থেকে বিশাল কালো পতাকা মিছিল শুরু হয়ে মালিবাগ মোড়ে গিয়ে সামাবেশের মাধ্যমে শেষ হয়।