ব্রিটেনের বিখ্যাত সুপার স্টোরে হিজাব বিক্রি শুরু
ইংল্যান্ডের বিখ্যাত পোশাক বিক্রয় প্রতিষ্ঠান জন লুইস প্রথমবারের মতো তাদের স্কুল ইউনিফর্ম বিভাগে হিজাব বিক্রি শুরু করেছে। কোম্পানির লন্ডন ও লিভারপুলের দোকানগুলোতে এখন থেকে মুসলিম মেয়েদের পরিহিত এ পোশাকটি পাওয়া যাবে।
ইতোমধ্যে প্রতিষ্ঠানটি লন্ডন ও লিভারপুলের দুটি স্কুলের সঙ্গে ইসলামী এ পোশাকটি সরবরাহের জন্য চুক্তিবদ্ধ হয়েছে।
স্কুল দুটির একটি ইসলামিয়া গার্ল স্কুল। মুসলিম মেয়েদের শিক্ষার জন্য বিখ্যাত সঙ্গীত শিল্পী ইউসুফ ইসলাম ১৯৮৩ সালে নর্থ-ওয়েস্ট লন্ডনে স্কুলটি প্রতিষ্ঠা করেন। তিনি ১৯৭৭ সালে ইসলাম গ্রহণ করেন।
এছাড়া লিভারপুলের বেলভেদিয়ার আ্যাকাডেমির ইউনিফর্মের অংশ হিসেবেও জন লুইস হিজাব সরবরাহ করছে। ১৩০ বছর আগে প্রতিষ্ঠিত এ স্কুলটিতে সব ধর্ম-সম্প্রদায়ের মেয়েরাই পড়াশুনা করে।
জন লুইসের একজন মুখপাত্র বলেন, ‘আমরা সারাদেশে ৩৫০টি স্কুলে ইউনিফর্ম সরবরাহ করি। ইউনিফর্মের যে যে আইটেম দরকার স্কুলগুলো তার একটা তালিকা আমাদেরকে দিয়ে দেয়। আমরা শুধুমাত্র চাহিদা অনুযায়ী সরকরাহ করি।’