কারাগারে থেকেই হোটেল বিক্রি ‘সাহারা’ মালিকের
কারাগারে বসে হোটেল বিক্রি করলেন ‘সাহারা’ মালিক সুব্রত রায়। নিউইয়র্ক ও লন্ডনের ৩টি হোটেল বিক্রির সবরকম আনুষ্ঠানিকতা সেরে ফেলেছেন তিনি বলে দাবি করলেন সাহারাকর্তা সুব্রত রায়। বৃহস্পতিবার তিনি সুপ্রিমকোর্টে এ কথা বলেন।
তিনি জানান, সম্পত্তি কিনতে ইচ্ছুক বিদেশি ক্রেতার সন্ধান মিলেছে। সাহারার সঙ্গে তাদের নীতিগত চুক্তিও হয়েছে। বাণিজ্যক গোপনীয়তা রক্ষার স্বার্থে তা স্বাক্ষর না হওয়া পর্যন্ত ক্রেতাদের নাম জানানো সম্ভব নয়।
এদিকে একটি বিদেশি ব্যাংক তার জামিনের জন্য প্রয়োজনীয় ৫,০০০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দিতে রাজি হয়েছে বলে আদালতে জানিয়েছেন সুব্রত রায়। গোপনীয়তা রক্ষার যুক্তি দেখিয়ে তিনি ব্যাংকটির নাম বলতে রাজি হননি।
সুব্রত রায় জানিয়েছেন, তার বক্তব্যে সন্তুষ্ট শীর্ষ আদালত। সম্পত্তি বিক্রি সংক্রান্ত কাজকর্ম গুটিয়ে নেয়ার সময়সীমা ২০ অাগস্ট থেকে আরো ১৫ দিন বাড়ানোর অনুমতি দেয়া হয়েছে।