গাজায় সহায়তার বিজ্ঞাপন দিয়ে ফেঁসে গেল ইসরায়েলি পত্রিকা
ইসরায়েলের পত্রিকা দ্য জিউইশ ক্রনিকল গাজায় মানবিক সহায়তার একটি বিজ্ঞাপন প্রচার করলে এর পাঠকগোষ্ঠী ক্ষিপ্ত হয়ে ওঠে। অতঃপর পত্রিকাটি পরদিন এক পাঠকের কাছে ক্ষমা চায়। ডিজাস্টার এমারজেন্সী কমিটি নামে একটি সংগঠন জিউইশ ক্রনিকল পত্রিকায় গাজা জন্যে মানবিক সহয়তার বিজ্ঞপন দেয়।
এর বিপরীতে পত্রিকাটির পাঠককূল ফেসবুকে এর প্রতিবাদ জানিয়ে একটি ফ্যান পেইজ খোলেন এবং সেখানে তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে থাকেন। সে পেইজে পত্রিকাটিকে ক্ষমা চাওয়ার পূর্ব পর্যন্তস বিক্ষোভ চালিয়ে যাওয়ার প্রত্যয় জানানো হয়।
খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি তাদের। পরের সংখ্যাতেই দৈনিকটি পাঠকদের কাছে ক্ষমা প্রার্থনা করে এবং ভবিষ্যতে এ ধরনের মন্তব্য প্রদানে উৎসাহ প্রদান করে।
গাজায় এ পর্যন্ত প্রায় ২০০০ মানুষ প্রাণ হারিয়েছেন যাদের মধ্যে প্রায় ১৯০০ জনের বেশি ফিলিস্তিনি এবং অন্তত ৬৪ জন ইসরায়েলি সেনা।