গাজার এতিমদের গ্রহণ করবে ভেনিজুয়েলা
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ঘোষণা করেছেন যে, তার দেশ গাজার এতিমদেরকে গ্রহণ করবে। গত মঙ্গলবার দেশটি মিসরের মাধ্যমে গাজায় ১২ টন ত্রাণসামগ্রী হস্তান্তর করে। এ ছাড়া দেশটি আরো ৩০০ টন ত্রাণসামগ্রীর একটি বড় চালান গাজায় পাঠাচ্ছে।
ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকির সাথে বৃহস্পতিবার বৈঠকের পর মাদুরো গাজায় ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনিদের এতিম সন্তানদের তার দেশে আশ্রয় দেয়ার কথা ঘোষণা করেন। বুধবার আল-মালিকি ভেনিজুয়েলার আরাগুয়া রাজ্য সফর করেন। ওই রাজ্যে এতিম ফিলিস্তিনিদের আশ্রয় দেয়া হবে। এ রাজ্যের গভর্নর সিরীয়-লেবাননি বংশোদ্ভূত তারেক আল-আইসামির সাথে মালিকি বৈঠক করেন।
চলতি মাসের প্রথম দিকে ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী এলিয়াস জাউয়া কায়রোয় জাতিসঙ্ঘ উদ্বাস্তু শিশুবিষয়ক জাতিসঙ্ঘ প্রতিনিধির সাথে বৈঠক করে বলেন, তার দেশে ফিলিস্তিনি শিশুদের জন্য সব কিছু করতে প্রস্তত রয়েছে।