সৌদি মেয়েরা বিদেশিদের বিয়ে করলে সরকারি বাড়ি পাবেন

Saudi Womenসৌদি আরবের নারীদের মধ্যে যারা তালাকপ্রাপ্তা, বিধবা তারা বিদেশি নাগরিকদের বিয়ে করলে সরকারের তরফ থেকে আবাসিক সুবিধা পাবেন। দেশটির গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এ বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে সৌদি পুরুষরা বিদেশি নারীদের বিয়ে করলে এধরনের সুবিধা পেতেন। তবে সৌদি নারীদের ক্ষেত্রে এই সুবিধা নিয়ে বেশ জটিলতা ও মতবিরোধ ছিল। সম্প্রতি সব ধরনের জটিলতার অবসান ঘটিয়ে নারীদের ক্ষেত্রে বিশেষ সুবিধা বিষয়ে মন্ত্রণালয়ের ওয়েব সাইটে প্রজ্ঞাপন জারি করে বিষয়টির সমাধান করা হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্যে বলা হয়েছে শুধু মাত্র চার ধরনের ক্ষেত্রে সৌদি নারীরা বিদেশি নাগরিকদের বিয়ে করলে সরকারি বসতবাড়ির সুবিধা পাবেন। যাদের আগের ঘরের ছেলে মেয়ে রয়েছে তারাও এই সুবিধার আওতায় বিবেচিত হবেন। সৌদি আরবে বসতবাড়ি সংক্রান্ত সমস্যাটি সবচেয়ে বেশি। এখানে ৭০ ভাগ নাগরিকের বসতবাড়ির সংক্রান্ত সমস্যা রয়েছে। ৭০ ভাগ মানুষের নিজস্ব কোনো বাড়িঘর নেই। মন্ত্রণালয় বলছে সৌদি নারীরা বিদেশি পুরুষদের বিয়ে করে তাদের সন্তানদের দেখভাল করলে সেক্ষেত্রে সরকারি বসতবাড়ির ব্যবস্থা করা হবে। তবে সেক্ষত্রে সন্তানদের বয়স ২৫ বছরের বেশি হলে চলবে না এবং বাড়ির দেখভাল সৌদি নারীকেই করতে হবে। তবেই হয়ত সরকারি বাড়ি সংক্রান্ত সুবিধা দেওয়া হবে।
দ্বিতীয় নিয়মে সৌদি নারী যার বিবাহ বিচ্ছেদ হয়েছে এবং তার ২৫ বছরের নিচে সন্তান ও অবিবাহিত মেয়ে রয়েছে তারা এই সুবিধা পাবেন। তৃতীয় ক্ষেত্রে বিধাব নারী যিনি ২৫ বছরের নিচে সন্তানদের দেখভাল করেন তাদের ক্ষেত্রে এবং চতুর্থ হল এতিম মেয়ে সন্তান যার মা সৌদি নাগরিক নন অথচ তিনি সেই এতিম মেয়ের দেখভালকারী সেই নারী সরকারি বাড়ির সুবিধা পাবেন।
সৌদি গণপূর্ত মন্ত্রণালয় বলছে সরকারি বাড়ি দেওয়ার আগে আবেদনকারীদের সকল বিষয়ে ভালমত তদন্ত করা হবে এবং যাদের ঘরবাড়ি নেই সেই বিষয়টি নিশ্চিত হওয়ার পরই প্রতিটি পরিবারকে এই সুবিধার আওতায় আনা হবে। গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের স্বচ্ছতা, সুবিচার নিশ্চিত ও আইন কানুন মেনেই সুবিধা বঞ্চিতদের এই বিশেষ সুবিধা দেওয়া হবে।
জানা গেছে ৬০ হাজার সরকারি বাড়ি বিতরণ করার কাজ চলছে যার ৬০ ভাগ কাজ প্রায় শেষ হয়েছে। মন্ত্রণালয় ১১ প্রকল্পের কাজ পেয়েছে এবং আরও ৯৫টি বিশেষ প্রকল্পের কাজ নির্মাণাধীন রয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যেসব পরিবার ইতিমধ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাসিক আর্থিক সুবিধা পাচ্ছেন তারা ইসকান প্রকল্পের আওতাধীন থাকায় এই বিশেষ সুবিধা গ্রহণ করতে পারবেন না।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button