ইউরোপে বাতিল হল ইসরাইলের পোল্ট্রি ও ডেইরি
ইসরাইলের অবৈধ বসতি এলাকায় উৎপাদিত পোল্ট্রি ও ডেইরি সামগ্রী এখন থেকে আমদানি করবে না ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো। আন্তর্জাতিক সম্প্রদায় ইসরাইলের বসতি নির্মাণকে অবৈধ বলে বিবেচনা করার কারণে ইইউ এ সিদ্ধান্ত নিয়েছে। ইসরাইল ও ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা খবরটি নিশ্চিত করেছেন। খবর আইআরআইবি।
গত ফেব্রুয়ারি মাসে ইউরোপীয় কমিশন এ বিষয়ে একটি নির্দেশনা দিয়েছিল এবং এখন থেকে পূর্ব বায়তুল মুকাদ্দাস, গোলান মালভূমি ও অধিকৃত পশ্চিম তীরে উৎপাদিত মুরগী এবং দুগ্ধজাত দ্রব্য ইইউভুক্ত দেশগুলো কিনবে না।
ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা বলেছেন, আগের নির্দেশনা অনুযায়ী ইইউ কোনো মতেই আর অবৈধ বসতি এলাকায় উৎপাদিত এসব দ্রব্য আর আমদানি করতে পারে না। তবে, ইসরাইল থেকে আমাদনি কমিয়ে দেয়ার কারণে ইউরোপের দেশগুলোতে যাতে সংকট তৈরি না হয় সেজন্য এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে আগামী পহেলা সেপ্টেম্বর থেকে।
ইসরাইলের একজন কর্মকর্তা ইউরোপীয় ইউনিয়নের এ সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন।