সাংবিধানের ৯৬ অনুচ্ছেদ বহালের আইন অনুমোদন

সংবিধান সংশোধন করে বিচারপতিদের অপসারণ বা অভিশংসনের ক্ষমতা সংসদ সংসদের হাতে দেওয়া হচ্ছে। এ জন্য ‘সংবিধান (ষোড়শ সংশোধন) আইন-২০১৪’ এর খসড়ার চুড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, ভেটিং সাপেক্ষে আইনের খসড়াটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
১৯৭২ সালের সংবিধানের ৯৬ অনুচ্ছেদ অনুযায়ী অদক্ষতা, অযোগ্যতা, দুর্নীতিসহ অসদাচরণের কারণে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা জাতীয় সংসদের হাতে ছিল। ১৯৭৯ সালে সামরিক শাসক জিয়াউর রহমান এক সামরিক ফরমানে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা বাতিল করেন। এ সময় বিচারপতিদের অপসারণের ক্ষমতা দেওয়া হয় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে।
সংবিদানের ৯৬ অনুচ্ছেদ সংশোধনীতে যা থাকবে তা হলো-
(১) এই অনুচ্ছেদের বিধানাবলী-সাপেক্ষে কোনো বিচারক ৬৭ বছর বয়স পর্যন্ত স্বীয় পদে বহাল থাকবেন।
(২) প্রমানিত অসদাচরন বা অসামর্থের কারণে সংসদের মোট সংখ্যার অনূন্য দুই-তৃতীয়াংশের গরিষ্টতার সমর্থীত সংসদদের প্রস্তাবক্রমে রাষ্ট্রপতির আদেশ ব্যতীত কোনো বিপারককে অপসারিত করা যাইবে না।
(৩) এই অনুচ্ছেদের (২)দফার অথীন প্রস্তাব সম্পর্কীত পদ্ধতি এবং কোনো বিচারককের অসদাচারন বা অসামর্থ সম্পর্কে তদন্ত ও প্রমাণের পদ্ধতি সংসদ আইনের দ্বারা নিয়ন্ত্রণ করিতে পারিবে।
(৪৪কোনো বিচারক রাষ্ট্রপতির উদ্দেশ্য করিয়া স্বাক্ষরযুক্ত পত্র যোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button