ব্রিটেনে ইবোলা আতংক : কঠোর বর্ডার নিয়ন্ত্রণের আহ্বান
ব্রিটেনে ক্রমবর্ধমান ইবোলা আতংকের প্রেক্ষিতে কঠোর ভাবে বর্ডার নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ করা হয়েছে। স্টিফেন হ্যান্ডি নামে এক ব্রিটিশ বিমানযাত্রী পশ্চিম আফ্রিকা থেকে আগত তার এক সহযাত্রী সন্দেহভাজন ইবোলা বাহক ৭২-বছর বয়স্ক মহিলার সাথে তার সময়টুকু কাটাতে কি ধরণের উৎকন্ঠায় ছিল তা বর্ণনা করতে গিয়ে অবিলম্বে ব্রিটিশ সীমান্তে কঠোর নিয়ন্ত্রণ আরোপের এ আহ্বান জানান।
ওই মহিলাটি গ্যাটউইক বন্দরে অবতরণের সময় পড়ে যান এবং পরে হাসপাতালে মারা যান। তবে তাকে পরীক্ষা করা হলেও তার দেহে কোন ইবোলা ভাইরাস সংক্রমণের প্রমাণ পাওয়া যায় নি।
গাম্বিয়া থেকে আগত বিমান ইবোলা-আক্রান্ত সিয়েরা লিওনে থামানোর পর যখন বহু যাত্রী বিমানে আরোহন করে তখন তার আতংক চরম আকার ধারণ করে। তাদের কেউ কেউ কাশছিল আর কেউবা বেশী করে ঘামছিল।
হ্যান্ডি বলেন, কঠোর বর্ডার কন্ট্রোলই একমাত্র উপায় যা আমাদেরকে সুরক্ষিত রাখতে পারে। তিনি আরও বলেন, সেখানে এই রোগ দাবানলের মতো ছড়িয়ে পড়ছে, জনগণ সত্যিই আতংকগ্রস্ত।
সানডারল্যান্ডের অধিবাসী হ্যান্ডি আরো বলেন “আমাদের কিছু করতে হবে- তাদেরকে এই সমস্ত দেশ থেকে বিচ্ছিন্ন করা প্রয়োজন। কারণ রোগটি অত্যন্ত মারাত্মক। ওই সমস্ত দেশ থেকে বিমান আসা আমাদের বন্ধ করা উচিত।”