ব্রিটেনে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বাড়ছে
সাম্প্রতিক পরিচালিত এক গবেষণায় দেখা গেছে যুক্তরাজ্যে চলতি বছরের প্রথম তিন মাসে সড়ক দুর্ঘটনায় প্রতি দিন গড়পড়তা ৬১ জন লোক মারা গেছে অথবা মারাত্মকভাবে আহত হয়েছে। মোটরিং ও সাইক্লিং গ্রুপগুলি সড়ক দুর্ঘটনায় হতাহতের এই সংখ্যাবৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছে। চলতি বছরের প্রথম তিন মাসে ব্রিটেনের রাস্তায় ৩৮০টি মৃত্যুর ঘটনা ঘঠেছে যা গত বছরের জানুয়ারি থেকে মার্চের চেয়ে ১৩% বেশী।
এই বছরের প্রথম কোয়ার্টারে ৫,৫০০ দুর্ঘটনা ঘঠেছে এবং হতাহতের সংখ্যা ১৬% বৃদ্ধি পেয়ে ৪৫,৯৬০ জনে দাঁড়িয়েছে । এদের মধ্যে আহতের সংখ্যা হচ্ছে ১৫%।
ট্রান্সপোর্ট মিনিষ্টার রবার্ট গুডউইল বলেন বিশ্বে বৃটেনের সড়কসমূহ অত্যন্ত নিরাপদ, গত বছরের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ছিল সর্বনিম্ন। ২০০৫সাল থেকে ২০০৯ পয্যন্ত গড়পড়তা মৃত্যুর হার ৪০% হ্রাস পেয়েছে বলে তিনি দাবী করেন।
তিনি আরো বলেন “যেহেতু একটি মৃত্যুও অনেক বেশী, তাই আমরা বিপজ্জনক গাড়ি চালনা প্রতিরোধ এবং প্রত্যেকের জন্য আমাদের সড়কগুলি অপেক্ষাকৃত নিরাপদ করে তুলতে আমরা কাজ করে যাব।”