বিও একাউন্ট বেড়েছে ৫ লাখ

ঈদের ছুটির পরে পুঁজিবাজারে লেনদেন গতি ফিরে এসেছে। এখন প্রতিদিনই বাজারে নতুন বিনিয়োগকারী আসছে। এই ধারাবাহিকতায় চলতি বছরের আগস্টের ১৭ দিনে বিও একাউন্ট (বেনিফিশিয়ারি ওনার্স) বেড়েছে ৫ লাখ। সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ১৭ই আগস্ট পর্যন্ত বিও হিসাবধারীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ লাখ ৩৩,৫৫৭টি। অথচ ৩১শে জুলাই পর্যন্ত এ সংখ্যা ছিল ২২ লাখ ৫৬,০০০। অর্থাৎ ১৭ দিনে বিও হিসাব বেড়েছে ৫ লাখ ৭৭,৫৫৭টি। বিশ্লেষকদের মতে, পুঁজিবাজার চরম মন্দাবস্থা কাটিয়ে এখন গতিশীল হচ্ছে। এর ফলে সাইডলাইনে থাকা বিনিয়োগকারীরা নতুন করে পুঁজিবাজারে ঝুঁকছে। এছাড়া নতুন আইপিওকে কেন্দ্র করেও বাজারে নতুন বিনিয়োগকারী বাড়ছে বলে মনে করেন বিশ্লেষকরা। সূত্র মতে, ২০১৪ সালের আগস্ট মাসে পুরুষ বিওধারীর সংখা বেড়েছে ৩ লাখ ১২,৫২১টি। বর্তমানে পুরুষ বিও হিসাব রয়েছে ২০ লাখ ৮৩,১১১টি, যা জুলাই মাসে ছিল ১৭ লাখ ৭০,৫৯০টি। এদিকে নারী বিও হিসাবের সংখ্যা এক লাখ ৩৯ হাজার ৫২৩টি বেড়ে দাঁড়িয়েছে সাত লাখ ৪০,৫১৫টি। জুলাই মাসে বিও অ্যাকাউন্টধারী নারী ছিলেন ৬ লাখ ৯৯২ জন। এছাড়াও বেড়েছে স্থানীয় বিও হিসাবের সংখ্যা। চলতি বছরের আগস্ট মাসে এই হিসাবধারীর সংখ্যা চার লাখ ৪১,৮৪৪ জন বেড়ে দাঁড়িয়েছে ২৬ লাখ ৮৪,৮৪৪ জন, যা আগের মাসে ছিল ২২ লাখ ৪৩ হাজার জন। একই সঙ্গে বেড়েছে প্রবাসী বিনিয়োগকারীর সংখ্যা। বর্তমানে প্রবাসী বিও হিসাবের সংখ্যা এক লাখ ৩৮,৭৮২টি, যা মে মাসে ছিল এক লাখ ৩০,৫৬৫টি। অপরদিকে আলোচিত সময়ে কোম্পানি বিও সংখ্যা ৯,০৪৮টি বেড়ে দাঁড়িয়েছে ৯৯৩১টি। জুলাই মাসে ছিল এই ধরনের অ্যাকাউন্টের সংখ্যা ৮৮৩টি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button