একনেকে ৮২৯ কোটি টাকার ৩ প্রকল্প অনুমোদন
জাতীয় অর্থনীতি পরিষদের নির্বাহী কমিটির সভায় ৮শ’২৯ কোটি টাকার তিনটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শেরেবাংলা নগরস্থ একনেক কার্যালয়ে মঙ্গলবার এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রকল্প তিনটি হচ্ছে- সিদ্ধিরগঞ্জ-মানিকনগর ২৩৫ কেভি সঞ্চালন লাইন প্রকল্প। এতে ব্যয় ধরা হয়েছে ৩০০ কোটি টাকা। এর মধ্যে বিশ্বব্যাংক দেবে ২২২ কোটি টাকা। দ্বিতীয় প্রকল্প হলো- কৃষি জমি অপচয় রোধে জৈবসার ব্যবহার বৃদ্ধির জন্য পল্লী জনপদ প্রকল্প। এতে ব্যয় ধরা হয়েছে ৪২৪ কোটি টাকা। আর তৃতীয় প্রকল্পটি হলো ১০৫ কোটি টাকা ব্যয়ে সম্প্রসারিত তুলা চাষ প্রকল্প।