আমরা ইরাকে সেনা পাঠাবো না : ক্যামেরন
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ঘোষণা করেছেন, তার দেশ ইরাকে আরেকটি যুদ্ধে অংশ নেবে না। রাষ্ট্র পরিচালিত প্রতিষ্ঠান বিবিসি-কে ব্রেকফাস্ট অনুষ্ঠানে এসব কথা বলেছেন ডেভিড ক্যামেরন। তিনি বলেন, “ইরাকে আরেকটি যুদ্ধে জড়াতে যাচ্ছে না ব্রিটেন। আমরা ইরাকে সেনা পাঠাবো না।”
ক্যামেরন বলেন, ইরাকের কুর্দি বাহিনীকে ব্রিটেন অস্ত্র দেয়ার বিষয়টি বিবেচনা করবে তবে ইরাকের চলমান সংকটে ব্রিটেনের স্থলবাহিনী মোতায়েন করা হবে না।
এর আগে, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপি হ্যামন্ডও বলেছিলেন, আইএসআইএল’র বিরুদ্ধে যুদ্ধের জন্য কুর্দি বাহিনীকে অস্ত্র দেয়ার বিষয়টি বিবেচনা করবে ব্রিটেন। ইরাকে আইএআইএল’র অগ্রাভিযান না ঠোকানোর বিষয়ে এরইমধ্যে ব্রিটিশ সরকার দেশের ভেতরে চাপের মুখে পড়েছে।