সৌদি আরবে এমআরপি কার্যক্রমের উদ্বোধন

Saudi২০১৫ সালের মধ্যে সৌদি আরবে বসবাসরত সকল বাংলাদেশিকে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় রিয়াদের শেরাটন হোটেলে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।
২০১৫ সালের মধ্যে সৌদি আরবে বসবাসরত সকল বাংলাদেশিকে মেশিন রিডেবল পাসপোর্ট প্রদানের ক্ষেত্রে যৌথভাবে কাজ করবে মালয়েশিয়া ভিত্তিক আউট সোর্সিং কোম্পানি আইরিশ, সৌদি আরবের কোয়াড এবং কম্পিউটার সোর্স বাংলাদেশ।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, ‘২০১৫ সালের মধ্যে বর্তমান জনবল দিয়ে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের মেশিন রিডেবল পাসপোর্ট প্রদান সম্ভব নয়। তাই যাতে করে এই সময়ের মধ্যে সবাইকে এমআরপি দেয়া যাই সেজন্য আউট সোর্সিংয়ের মাধ্যমে পাসপোর্ট দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহীদুল ইসলাম, আইরিশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), কোয়াডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিকিউরিটি অ্যান্ড ইমিগ্রেশন বিভাগের অতিরিক্ত সচিব শফিকুল ইসলাম, পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল মাবুদ পিপিএম, এমআরপি এবং এমআরভি প্রজেক্টের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাসুদ রেজওয়ান।
পাসপোর্ট ও ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক আব্দুল মাবুদ তার বক্তব্যে বলেন, ‘বর্তমান জনবল দিয়ে দৈনিক ৩০০ এমআরপি এনরোলমেন্ট (ডাটা এন্ট্রি) করা সম্ভব। কিন্তু সৌদি আরবের সকল বাংলাদেশিদের ২০১৫ সালের মধ্যে এমআরপি দিতে হলে প্রতিদিন রিয়াদে ১২ হাজার এবং জেদ্দায় ১০ হাজার এনরোলমেন্ট করতে হবে।’

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button