ব্রিকস ব্যাংকে যোগ দিচ্ছে বাংলাদেশ
প্রস্তাবিত বহুজাতিক উন্নয়ন ব্যাংক ‘ব্রিকস-এ যোগদানের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। মঙ্গলবার দুপুরে অর্থমন্ত্রণালয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভাইস প্রেসিডেন্ট লক্ষ্মী ভেঙ্কটাচালামের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থমন্ত্রী বলেন, প্রস্তাবিত নতুন বহুজাতিক উন্নয়ন ব্যাংক ‘ব্রিকস-এ যোগদানের বিষয়ে ইতোমধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তবে চায়নার প্রস্তাবিত এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকে বাংলাদেশের যোগদানের বিষয়ে তিনি বলেন, ব্যাংকটি গঠন বিলম্বিত হওয়ায় এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
অর্থমন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ব্রিকস ব্যাংকে যোগদানের বিষয়ে বিস্তারিত জানাতে এরইমধ্যে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের রাষ্ট্রদূতদের কাছে চিঠি পাঠানো হয়েছে।