কাউন্সিল অব মস্ক টাওয়ার হ্যামলেটসের বার্ষিক ঈদ ডিনার অনুষ্ঠিত

Council of Mosque towerমেয়র, এমপি, কাউন্সিলার, সাংবাদিক, ইমামসহ কমিউনিটির প্রায় ৩ শতাধিক বিশিষ্ট ব্যক্তির অংশগ্রহণে ১৩ আগস্ট বুধবার বিকেলে লন্ডন মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হলো কাউন্সিল অব মস্ক টাওয়ার হ্যামলেটসের বার্ষিক ঈদ ডিনার। সমাবেশে বক্তারা কাউন্সিল অব মস্কের বহুমুখী কার্যক্রমের ভূয়শী প্রশংসা করে বলেন, কমিউনিটির মানুষের মধ্যে ঐক্য ও শান্তি প্রতিষ্ঠায় এ সংগঠন গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করছে। বিশেষ করে প্রতি বছর ঈদে রাজনীতিক ও কমিউনিটি নেতৃবৃন্দকে দলমত নির্বিশেষে একই প্লাটফর্মে দাঁড় করে একটি সম্প্রীতির দৃষ্টান্ত উপস্থাপন করে থাকে।
কাউন্সিল অব মস্ক টাওয়ার হ্যামলেটসের চেয়ারম্যান হাফিজ মাওলানা শামসুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল হীরা ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুতফুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুসলিম কাউন্সিল অব বৃটেনের সেক্রেটারি জেনারেল ড. সুজা শাফি, ইস্ট লন্ডন মস্ক এন্ড লন্ডন মুসলিম সেন্টারের চেয়ারম্যান হাবিবুর রহমান, পপলার এন্ড লাইম হাউজের এমপি জিম ফিটজপ্যাট্রিক ও মেট পলিশের ডেপুটি এসিসটেন্ট কমিশনার মার্ক সায়মন। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ নওশাদ মাহফুজ এবং রামাদ্বান বিষয়ে প্রেজেন্টেশন করেন কাউন্সিল অব মস্কের নির্বাহী সদস্য মাহমুদুল চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র লুতফুর রহমান বলেন, টাওয়ার হ্যামলেটসের মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় কাউন্সিল অব মস্ক বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন সময় কমিউনিটির অস্থিতিশীল পরিস্থিতিতে কাউন্সিল অব মস্ক গুরুত্ব ভুমিকা রেখে থাকে। বিশেষ করে ইডিএল মোকাবেলা, রায়ট থেকে টাওয়ার হ্যামলেটসের ছেলেদের বিরত রাখা, সর্বোপরি মসজিদগুলোর মধ্যে পারস্পারিক সম্প্রীতির সম্পর্ক বজায় রাখতে গুরুত্বপুর্ণ অবদান রাখছে। তিনি মস্ক কাউন্সিলের প্রতি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন। তাঁর প্রতি কমিউনিটির মানুষের অকুণ্ঠ সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, আমি বারার মানুষের জন্য কাজ করতে চাই। মেয়র লুতফুর রহমান আশাবাদ ব্যক্ত করে বলেন, কমিউনিটির সর্বস্তরের মানুষ বিগত দিনের মতো আগামীতেও আমাদের পাশে থাকবেন এবং তাদের জন্য বৃহত্তর পরিসরে কাজ করার সুযোগ দেবেন।
মেট পুলিশের ডেপুটি এসিসটেন্ট কমিশনার মার্ক সায়মন বলেন, প্রতি বছর ঈদ এলেই কাউন্সিল অব মস্ক আমাদেরকে একটি মুক্ত প্লাটফর্মে কথা বলার সুযোগ করে দেয়- সেটা হচ্চেছ ঈদ ডিনার। আমরা এই অনুষ্ঠানের অপেক্ষায় থাকি। কমিউনিটির সর্বস্তরের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সাথে মিলিত হওয়ার এটি একটি অপুর্ব সুযোগ। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা একে অপরের সাথে মতবিনিময় করতে পারি। এই অনুষ্ঠান বিভেদ ভুলে একই প্লাটফর্মে কাজ করার অনুপ্রেরণা যোগায়। তিনিও কাউন্সিল অব মস্কের সবধরনের কাজে সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।
কাউন্সিল অব মস্কের চেয়ারম্যান হাফিজ শামসুল হক বলেন, আমরা কমিউনিটি কোহিশন সৃস্টির লক্ষ্যে কাজ করছি। ঈদ প্রতি বছর আমাদের জন্য পারস্পারিক হিংসা-বিদ্বেষ ভুলে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার বার্তা নিয়ে আসে। কাউন্সিল অব মস্ক সকলকে এক প্লাটফর্মে নিয়ে এসে সেই বার্তাটিই আবার স্মরণ করিয়ে দিতে যায়, যাতে আমাদের রাজনীতিবিদ ও কমিউনিটি নেতারা সকল মতবিরোধ ভুলে কাঁধে কাঁধ রেখে ঐক্যবদ্ধ হয়ে ওয়ান কমিউনিটি গড়ার লক্ষ্যে নিবেদিতভাবে কাজ করেন। তিনি ডিনার পার্টিতে দলমত নির্বিশেষে অংশগ্রহণের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কাউন্সিল অব মস্কের কাজে সকলের সহযোগিতা কামনা করেন।
সেক্রেটারি জেনারেল হীরা ইসলাম বলেন, একটি ঐক্যবদ্ধ কমিউনিটি গঠনের মধ্য দিয়ে আমরা যেনো বৃটেনে একটি দৃস্টান্ত স্থাপন করতে পারি সে লক্ষ্যেই কাউন্সিল অব মস্ক কাজ করে চলেছে।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেথনালগ্রীন এন্ড বো আসনের এমপি রুশনারা আলী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলার অলিউর রহমান, টাওয়ার হ্যামলেটস বরা পুলিশ কমান্ডার ডেভ স্ট্রিংগার, পপলার হারকার চীফ এক্সিকিউটিভ স্ট্রিভ স্ট্রাইভ, ক্যানারী ওয়ার্ফ গ্রুপের স্ট্রেটিজিক এডভাইজার হাওয়ার্ড ডোবার, লন্ডন সিটিজেন্স এর ফাউন্ডার নেইল জেমসন, লেবার কাউন্সিলার ডেভিড এডগার, কাউন্সিলার আবুল আসাদ, কাউন্সিলার শাহেদ আলী, কাউন্সিলার শাহ আলম প্রমুখ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button