ধুতি পরায় মেট্রো রেলে উঠতে বাধা দুবাইয়ে
ধুতি পরায় ৬৭ বছর বয়সী এক ভারতীয় নাগরিককে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পাতাল রেলে উঠতে দেয়নি পুলিশ। গত শনিবার শহরের এতিসালাত মেট্রো রেল স্টেশনে এ ঘটনা ঘটে। ভারতীয় ওই বৃদ্ধের মেয়ে মধুমতি এ কথা জানিয়েছেন। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে অভিযোগ করেছেন। মধুমতি জানান, ধুতি পরে রেলে ওঠার অনুমতি নেই বলে এক পুলিশ সদস্য তাদের রেলে উঠতে বাধা দেন। মধুমতি বলেন, ‘আমি তাকে অনুরোধ করলেও তিনি এক কথায় তা প্রত্যাখ্যান করেন। এটা সত্যিই বিব্রতকর এবং এ ঘটনায় আমার বাবা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।’ মধুমতি আরো জানান, তিনি অনেক চেষ্টা করেও ওই পুলিশকে বোঝাতে পারেননি যে, ধুতি ভারতীয়দের ঐতিহ্যবাহী পোশাক।
এটা পুরো শরীরকে ঢেকে রাখে।
দুবাইয়ে বেড়াতে গিয়ে তার বাবা এর আগে মেট্রো রেলে অনেকবার যাতায়াত করেছেন। কিন্তু তখন কেউ তাতে বাধা দেয়নি। সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ-আরটিএ জানিয়েছে, দুবাইয়ের পাতাল রেলে চড়ার জন্য কোনো পোশাক বিধি বা নীতিমালা নেই। আরটিএর রেল সংস্থার পরিচালক রমজান আবদুল্লাহ বলেন, ‘যা ঘটেছে, তা সত্যিই আশ্চর্যজনক। আমি মনে করি, শরীর ঢেকে রাখে এবং শোভন যেকোনো পোশাককে অনুমোদন করা উচিত।’