ইবোলা প্রতিরোধে লাইবেরিয়ায় কারফিউ
লাইবেরিয়ায় ইবোলা ভাইরাস প্রতিরোধে কারফিউ জারি করেছে দেশটির সরকার। দেশটির স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। দেশটির রাষ্ট্রীয় রেডিওর বরাত দিয়ে আল জাজিরা এ খবর জানিয়েছে।
দেশটিতে চলতি মাসের ১৪ থেকে ১৬ তারিখ পর্যন্ত সবচেয়ে বেশি সংখ্যক মানুষ ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করায় এ কারফিউ জারি করা হয়েছে।
লাইবেরিয়ার তথ্য মন্ত্রী লিউস ব্রাউন রয়টার্সকে জানান, ইবোলা ভাইরাস প্রতিরোধে প্রশাসন মঙ্গলবার রাত ৯টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করেছে। এ ভয়াবহ ভাইরাসটি যাতে ছড়াতে না পারে তাই এ কঠোর ব্যাবস্থা নেয়া হয়েছে।
ইবোলায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত লাইবেরিয়া ও সিয়েরা লিয়নে প্রায় ১৩শ’ লোক মারা গেছেন। শুধু চলতি মাসের ১৪ থেকে ১৬, তিন দিনেই লাইবেরিয়ায় মারা গেছেন ৫৩ জন আর সিয়েরা লিয়নে ১৭ জন।