কাশ্মীরে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে ৫ ভারতীয় সেনা নিহত
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে ৫ ভারতীয় সেনা নিহত হয়েছে বলে বিবিসি জানিয়েছে। ভারতীয় সেনাবাহিনীর দাবি, সোমবার গভীর রাতে পাকিস্তানের সেনারা ভারতীয় সীমান্তে ঢুকে পুঞ্চ এলাকায় ভারতীয় সেনাদের ওপর হামলা চালায়।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সীমান্ত লঙ্ঘন করেই পাক জওয়ানরা গভীর রাতে ভারতের মাটিতে ঢুকে আত্মগোপন করেছিল।
বিএসএফের এক আধিকারিক জানান, রাত ৪টার দিকে রামগর সেক্টরের কাছে আন্তর্জাতিক সীমান্ত বরাবর পাকিস্তানের দিক থেকে গুলি চালোনো হয়।
এদিকে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই ঘটনার সত্যতা স্বীকার করে টু্ইটারে বলেছেন, মঙ্গলবার সকালেই ভারতীয় জওয়ানদের মৃত্যুর খবর পাই। আমি মৃত জওয়ানদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। এই ধরনের ঘটনার পর ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে পাকিস্তান সরকারের সদিচ্ছা নিয়েও প্রশ্ন তুলেছেন আবদুল্লাহ। তিনি বলেন, এই ঘটনা পাকিস্তানের সঙ্গে সুসম্পর্কের ক্ষেত্রে আদৌ কোনো সাহায্য করবে না।
চলতি বছরের জানুয়ারিতে কাশ্মির সীমান্তে দুই দেশের মধ্যে সংঘাতের ঘটনা ঘটে।
৬০ বছর ধরে পাকিস্তান ও ভারত কাশ্মিরের মালিকানা দাবি করে আসছে। এ নিয়ে ২ দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে।