ইসরাইলি হামলায় শিশুসহ ৯ ফিলিস্তিনি নিহত
যুদ্ধবিরতি ভেঙে মঙ্গলবার গাজায় শুরু হওয়া নতুন ইসরাইলি হামলায় নয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে এক শিশু ও দুই নারী রয়েছেন। হামলায় আরো ১৬ জন আহত হয়েছেন। বিবিসি এ খবর জানিয়েছে।
গাজা থেকে রকেট নিক্ষেপ করা হচ্ছে, এই অভিযোগ এনে নতুন করে ২৪ ঘণ্টার যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় হামলা চালাচ্ছে ইসরাইল।
কায়রোতে কয়েক দিন ধরে যুদ্ধবিরতি আলোচনা চললেও তাতে কোনো অগ্রগতি নেই বলে প্রধান ফিলিস্তিনি আলোচক আজ্জাম আল-আহমদ জানিয়েছেন। ফিলিস্তিনিরা জানিয়েছে, গাজায় সমুদ্রবন্দর ও বিমানবন্দর নির্মাণ নিয়েই বর্তমানে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। ইসরাইল কোনোভাবেই গাজায় বন্দর নির্মাণ করতে দিতে নারাজ।
মঙ্গলবার এক বিবৃতিতে হামাস মুখপাত্র ফাউজি বাহুম যুদ্ধবিরতির পথে বাধা সৃষ্টির জন্য ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দায়ী করেন। তিনি বলেন, তার গ্রুপ এখন সম্ভব সব বিকল্প পরীক্ষা করে দেখছে।
নতুন করে হামলা শুরুর পর বাড়ি ফেরা ফিলিস্তিনিরা আবার উদ্বাস্তু শিবিরগুলোর দিকে ছুটতে শুরু করেছে।