সমুদ্রসৈকতে হিজাব পরা নিয়ে ফরাসি মন্ত্রীর বিতর্কিত মন্তব্য
ফ্রান্সের এক সাবেক মন্ত্রী হিজাব সম্পর্কে বিদ্বেষপূর্ণ মন্তব্য করে বিতর্কের সৃষ্টি করেছেন। সমুদ্রসৈকতে ইসলামি পোশাক নয়, বিকিনি পরা ফরাসি নারীদের দায়িত্বের মধ্যে পড়ে। তাই কোনো মুসলিম নারী ফ্রান্সকে বেছে নিতে চাইলে তাকে অবশ্যই দেশটির সংস্কৃতি ও নারী স্বাধীনতার প্রতি সম্মান দেখানোর বাধ্যবাধকতা রয়েছে। অন্যথায় তারা ফ্রান্স নয়, অন্য কোনো দেশে যেতে পারে, যেখানে সেকুলার আইনকানুন নেই। এমন বিদ্বেষপূর্ণ মন্তব্য করে বিতর্কের ঝড় তুলেছেন ফ্রান্সের সাবেক পরিবারবিষয়ক মন্ত্রী নাদিন মোরানো।
ফেসবুকে এমন মন্তব্য করে তিনি দেশটিতে ইসলামি পোশাক পরা নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিয়েছেন। মোরানো তার ফেসবুক পেজে লিখেন, ‘আমি ফ্রান্সের একটি সমুদ্রসৈকতে এক মুসলিম নারীকে হেডস্কার্ফ, দীর্ঘ হাতার টিউনিক ও পাজামা পরে থাকতে দেখেছি। অপর দিকে তার স্বামীকে কাপড় খুলে সৈকতে বসে থাকতে এবং সমুদ্রে গোসল করতে দেখেছি।’ তিনি আরো লিখেন, ‘যখন আপনি ফ্রান্সের মতো সেকুলার আইন-কানুন রয়েছে এমন কোনো দেশকে বেছে নেন সে েেত্র আমাদের সংস্কৃতি ও নারী স্বাধীনতাকে শ্রদ্ধা করার বাধ্যবাধকতা আপনার রয়েছে। অন্যথায় আপনি অন্য কোথাও যেতে পারেন।’ মোরানো তার ফেসবুকে পেজে ওই মুসলিম নারীর হেজাব পরে সৈকতে বসে থাকার একটি ঝাঁপসা ছবিও দিয়েছেন। ছবিটি তিনি সপ্তাহান্তে তুলেছেন।