তুর্কি প্রধানমন্ত্রীক এরদোগানকে গাজায় প্রবেশে বাধা মিসরের
তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়্যেপ এরদোগানকে ফিলিস্তিনের গাজা উপত্যকা সফরের অনুমতি দেয়নি মিসরের সেনা-সরকার। মিসরের সামরিকবাহিনী গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে তুরস্কের সঙ্গে দেশটির সম্পর্কের টানাপড়েন চলছে।
সোমবার কায়রো থেকে কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে সিরিয়ার আখবারিয়া টিভি জানায়, মিসর সরকার তুর্কি প্রধানমন্ত্রী রিসেপ তাইয়্যেপ এরদোগানের পূর্বনির্ধারিত সফর বাতিল করে দিয়েছে। এরদোগানের মিসর হয়ে গাজা যাওয়ার কথা ছিল।
তুর্কি সরকার মিসরের ব্রাদারহুডের প্রতি সমর্থন ঘোষণা করায় কায়রো এ পদক্ষেপ নিয়েছে।
ফিলিস্তিনের প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়ার উপদেষ্টা এসাম আদদোয়ালিস তুর্কি প্রধানমন্ত্রীর গাজা সফর পিছিয়ে যাওয়ার খবরের সত্যতা স্বীকার করেছেন। মিসরের বর্তমান পরিস্থিতির কারণেই সফর পেছানো হয়েছে বলে তিনি জানান। তবে তুর্কি কর্তৃপক্ষ এখনো এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।