পাকিস্তানের বিষয়ে নাক গলাচ্ছে যুক্তরাষ্ট্র : ইমরান
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির চেয়ারম্যান ইমরান খান অভিযোগ করে বলেছেন, পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলাচ্ছে যুক্তরাষ্ট্র সরকার। তাদের উচিত পাকিস্তানের রাজনৈতিক সংকটে দেয়া বিবৃতি প্রত্যাহার করে নেওয়া।
বৃহস্পতিবার পাকিস্তানের রাজনৈতিক সংকটময় পরিস্থিতিতে পাঠানো এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র সরকার বলেছে, নির্বাচিত সরকারকে তাদের জায়গা থেকে কাজ চালিয়ে যাবার সুযোগ দেয়া উচিত।
বিবৃতির মাধ্যমে মূলত প্রধানমন্ত্রী নওাজ শরীফকেই সমর্থন জানালো যুক্তরাষ্ট্র।
এদিকে, দারুণ ক্ষুব্দ ইমরান বলেছেন, সরকার যুক্তরাষ্ট্রের সেবা দাস হয়ে কাজ করছে। তারা আমেরিকার জুতা পালিস করতে চায়।