মালয়েশিয়ায় নিহত ৩ শ্রমিকের লাশ পরিবারের কাছে হস্তান্তর

মালয়েশিয়ায় নির্মাণাধীন উড়াল সড়কের কংক্রিটের নিচে চাপা পড়ে নিহত তিন বাংলাদেশী শ্রমিকের লাশ বৃহস্পতিবার দেশে পৌছেছে। পরিবারের সদস্যরা লাশ গ্রহনের সময় কান্নায় ভেঙ্গে পড়েন। এসময় বিমানবন্দরের পরিবেশ ভারী হয়ে উঠে।
বিমানবন্দর কার্গো সুত্রে জানা যায়, সকাল পৌনে ৬টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফাইটে ওই তিন হতভাগ্য শ্রমিকের লাশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করে। আগে থেকেই বিমানবন্দরে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থাণ মন্ত্রনালয়ের উপ উচিব বদিয়ার রহমান, ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের উপ সচিব মহসীন চৌধুরী ও উপ সচিব ড. জিয়া উদ্দিন। তারা লাশগুলো বুঝে পরিবারের কাছে হস্তান্তর করেন।
বৃহস্পতিবার রাতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বিমানবন্দর ডেস্কের সহকারী পরিচালক এম ডি জাহিদুল ইসলাম জানান, নিহতের প্রত্যেকের পরিবারকে দাফন বাবদ ৩৫ হাজার টাকা করে দেয়া হয়েছে। বিমানবন্দরের সব আনুষ্ঠানিকতা শেষে ৩ জনের পরিবারের সদস্যদের  কাছে লাশগুলো হস্তান্তর করা হয়। পরে তারা যার যার গ্রামের বাড়ির উদ্দেশ্য রওয়ানা দেন।  তিনি বলেন, নিহত শ্রমিকদের মধ্যে দুজনের বাড়ি পাবনা এলাকায়। আর অপর একজনের বাড়ি মুন্সিগজ্ঞে।
উল্লেখ্য গত ১৮ আগস্ট রাতে কোটা দামানসারা এলাকায় মাস র‌্যাপিড ট্রানজিটের নির্মাণাধীন একটি অবকাঠামোর (মনোরেল) ৬০০ টন ওজনের একটি স্প্যান ভেঙে নিচে পড়লে চাপা পড়েন ওই তিন বাংলাদেশী শ্রমিক।
ওই রাতেই ধ্বংস্তূপের নিচ থেকে মোহাম্মদ এলাহী হোসেনের (২৭) লাশ উদ্ধার করেন উদ্ধার কর্মীরা। পরদিন দুপুরে উদ্ধার করা হয় মোহাম্মদ ফারুক খান (৩৮) ও মোহাম্মদ আলাউদ্দিন মল্লিকের (৩৪) লাশ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button