ইরাকে ব্যাপক ত্রাণ পাঠানো শুরু করেছে জাতিসংঘ
ইরাকের উত্তরাঞ্চলের ৫০ লাখেরও বেশি মানুষের কাছে ত্রাণ পৌঁছানোর চেষ্টা শুরু করেছে জাতিসংঘ। এটাকে গত এক দশকের মধ্যে বিশ্ব সংস্থাটির বৃহত্তম ত্রাণ অভিযান হিসাবে বলা হচ্ছে। ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের চলমান বিমান হামলার মধ্যেই এই ত্রাণ অভিযানটি শুরু হলো। ১০০ টন তাঁবু এবং রন্ধনসামগ্রী নিয়ে একটি জেট বিমান গত বুধবার ইরাকের উত্তরাঞ্চলের ইরবিলে পৌঁছায়।
বিমানে করে সেখানে আরো ত্রাণ আসার প্রত্যাশা করা হচ্ছে। জাতিসংঘ হিসাব অনুসারে সেখানে ১২ লাখেরও বেশি বাস্তুচ্যুত মানুষ রয়েছে। এদিকে জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর বলছে, তারা আশা করে আগামী ১০ দিনে ইরাকের কুর্দিস্থানে ২৫০০ টনের মতো ত্রাণ সরবরাহ করা হবে।