মার্থলি এভিনিউ বাসিন্দাদের বিমান বিড়ম্বনা
ব্রিটেনের জনবহুল ব্যস্ত শহর মার্থলি এভিনিউ। এ শহরের বাসিন্দারা রয়েছেন অন্যরকমের এক বিড়ম্বনায়। ভবনের মাত্র ৪০ফিট ওপর দিয়ে উড়ে যায় বিশাল আকৃতির জেট বিমানগুলো।
প্রতিদিন শত শত বিমান উঠা-মানা যেনো তাদের নিত্য সঙ্গী। ভোর ছয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত প্রতিদিন প্রায় এক হাজার দুইশ’ ৮০টি বিমান উঠা-নামা করে।
এই এলাকার সড়কের খুব সামান্য দুরত্বেই ব্রিটেনের ব্যস্ততম বিমানবন্দরের রানওয়ে। বিমানগুলো এই শহরে এসে এতোটাই নিচে নেমে আসে যে দেখলে মনে হয় গাড়িগুলোর সঙ্গে মিশে যাবে।
বিমানের বিকট শব্দে যেনো শহরবাসী কোনো ক্ষতি না হয় সেজন্যে এই শহরে দিনে ৯৪ ডেসিবেল এবং রাতে ৮৭ ডেসিবেলের শব্দ নিরোধন যন্ত্র স্থাপন করা হয়েছে।
অনেক সময় বিমান অবতরণের জন্যে রাস্তায় গাড়ি বা মানুষের চলাচলের উপযোগী থাকে না।