ইসলামিক স্টেট ‘মহাপ্রলয়ের বার্তাবাহক’ : যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র বলছে, ইসলামিক স্টেট নামে পরিচিতি ইরাক ও সিরিয়ার সুন্নী যোদ্ধাদের মতো এমন আধুনিক, সম্পদশালী ও সামরিক শক্তিসম্পন্ন বাহিনী তারা আগে কখনো দেখেনি।
যুক্তরাষ্ট্রের সামরিক নেতারা তাই আইএসকে যুক্তরাষ্ট্রের জন্য আল-কায়দার চেয়েও বড় হুমকি বলে মনে করছেন।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল পেন্টাগনে সাংবাদিকদের বলেন, ‘ আমাদের প্রতিটি স্বার্থের জন্যই তারা আসন্ন হুমকি, তা শুধু ইরাকে নয়, সর্বত্রই’।
ইসলামিক স্টে যুক্তরাষ্ট্রে নাইন ইলেভেনের ভয়াবহ হামলার মত ঘটনা ঘটাতে পারে কিনা জানতে চাইলে হেগেল বলেন, ‘ তারা নেহায়েতই একটি সন্ত্রাসী গোষ্ঠী নয়। তারা আদর্শিক, আধুনিক, সামরিক শক্তিসম্পন্ন। তাদের অর্থায়নের ব্যবস্থা ভয়াবহ। আমরা এমন বাহিনী আগে কখনো দেখিনি।
এদিকে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মার্টিন ডেম্পসে আইএসকে ‘মহাপ্রলয়ের বার্তাবাহক’ মন্তব্য করে বলেছেন, এটা এমন একটা সংগঠন যাদের চূড়ান্ত লক্ষ্য আছে।
তবে তিনি তাদেরকে পরাজিত করার প্রত্যয় ঘোষণা করেন।
জেনারেল ডেম্পসে উদ্বেগ প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের নাগরিকরাও তাদের মতাদর্শে উজ্জীবিত হচ্ছে।
তিনি বলেন, সিরিয়ার সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা না গেলে তারা একটি ভয়াবহ হুমকি হিসেবেই থেকে যাবে।