ইরাক-সিরিয়ায় লড়ছে ৮ শতাধিক ব্রিটিশ মুসলিম

Syriaব্রিটেনের সামরিক বাহিনীতে যত মুসলিম সেনা আছে তার চেয়ে বেশি ব্রিটিশ নাগরিক লড়াই করছে ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেটের পক্ষে। ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে ব্রিটিশ সশস্ত্র বাহিনীতে বর্তমানে যে ২ লাখ সদস্য রয়েছেন তার মধ্যে মুসলিম সৈন্যের সংখ্যা প্রায় ৬০০। অন্যদিকে ব্রিটিশ সরকার জানিয়েছে যে সিরিয়া ও ইরাকে প্রায় ৮০০ বৃটিশ নাগরিক ইসলামিক স্টেটের হয়ে লড়াই করছে।
এমনকি ভিডিওতে সিরিয়ায় মার্কিন সাংবাদিক জেমস ফোলিকে শিরশ্ছেদের দাবি করেছে যে লোক তিনিও ব্রিটিশ উচ্চারণে কথা বলেন।
তবে সরকারি পরিসংখ্যানের সাথে দ্বিমত পোষণ করে বৃটেনের মুসলিম অধ্যুষিত এলাকা থেকে নির্বাচিত একজন সংসদ সদস্য খালিদ মাহমুদ বলেছেন, গত তিন বছরে ইরাক ও সিরিয়ায় যুদ্ধের জন্য অন্তত ১,৫০০ জিহাদিকে নিয়োগ দেয়া হয়েছে। তবে ব্রিটিশ নাগরিকের তুলনায় জিহাদির সংখ্যা আমেরিকায় কম।
আমেরিকান ইউনিভার্সিটির অপরাধবিজ্ঞানের অধ্যাপক জোসেফ ইয়ং বলেন, ১০০ থেকে ১৫০ মার্কিনি ইরাক ও সিরিয়ার যুদ্ধে যোগ দিয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেরি হার্ফ জানিয়েছেন, ইরাক ও সিরিয়ায় ৫০টি দেশের অন্তত ১২,০০০ জিহাদি অংশ নিয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button