সৌদি আরবে একদিনে ৫৭৪ অবৈধ শ্রমিক গ্রেপ্তার
সৌদি আরবে অবৈধ শ্রমিক ধরপাকড়ের ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার রাজধানী রিয়াদের বিভিন্ন এলাকার বাসা-বাড়িতে হানা দিয়ে ৫৭৪ জনকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।
তবে এদের বেশিরভাগই আফ্রিকার নাগরিক বলে জানা গেছে। সৌদি আরবের শ্রম ও আবাস আইন লঙ্ঘনকারী অবৈধ শ্রমিকদের বিরুদ্ধে ধরপাকড়ের সিদ্ধান্ত গত সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক বৈঠকে গৃহিত হয়।
এতে বলা হয়, শ্রম সংক্রান্ত অপরাধের জন্য অর্থ্যাৎ যদি কোনো অবৈধ শ্রমিক তার নিজ সৌদি মালিকের কাজ ছাড়া অন্যত্র কাজ করা অবস্থায় ধরা পড়েন, তাহলে উভয় মালিককেই কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। এছাড়া অবৈধ শ্রমিকদেরও গুণতে হবে সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা এবং ছয় মাসের জেল।
উল্লেখ্য, সৌদি নাগরিকদের চাকুরি ও ব্যবসার সুযোগ তৈরির জন্য এ ধরনের প্রদক্ষেপ গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন।