লাশের ওপর প্রশ্রাব করা সেই মার্কিন সেনার লাশ উদ্ধার
তালেবান যোদ্ধাদের হত্যার পর তাদের লাশে প্রশ্রাবরত ভিডিও প্রকাশকারী মার্কিন মেরিন সেনা কর্পোরাল রবার্ট রিচার্ডের লাশ উদ্ধার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার রাতে নর্থ ক্যারোলিনার নিজ বাসায় ২৮ বছর বয়সী এই সেনার লাশ পাওয়া যায়।
রিচার্ডের আইনজীবী গাই ওমেক বৃহস্পতিবার তার মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, আফগানিস্তানে তালেবানদের বিরুদ্ধে যুদ্ধের সময় ২০১২ সালের জানুয়ারিতে রিচার্ড তার আরো সাত সহকর্মীসহ তালেবান যোদ্ধাদের লাশের ওপর প্রশ্রাবরত একটি ভিডিও ফুটেজ বেনামে ইউটিউবে ছড়িয়ে দেন।
এ ঘটনায় রিচার্ডসহ তার সহকর্মীদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিভাগীয় ব্যবস্থা নেয় মেরিন কর্তৃপক্ষ। রিচার্ডের হয়ে দীর্ঘদিন ওই মামলায় লড়েন গাই ওমেক।
রিচার্ডের আত্মহত্যার কোনো চিহ্ন পাওয়া যায়নি উল্লেখ করে তার আইনজীবী বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
তবে জানা গেছে, যুদ্ধপরবর্তী মানসিক পীড়ায় ভুগছিলেন মার্কিন এই মেরিন স্নাইপার। তালেবান হামলায় আক্রান্ত ভেবে অনেক সময় ঘুম থেকে জেগে নিজের পিস্তল থেকে গুলি করতে উদ্যাত হতেন রিচার্ড।