ব্রিটেন সফরে বিশ্বখ্যাত ক্বারি শেখ আজহারি
ব্রিটেন সফরে এসেছেন বিশ্বখ্যাত ক্বারি শেখ আহমেদ বিন ইউসুফ আল আজহারি। ২০ আগস্ট তিনি বাংলাদেশ থেকে ব্রিটেন এসে পৌছান। ক্বোরআন একাডেমি এই তথ্য জানিয়েছে।
ক্বোরআন শেখা ও শিক্ষা দেওয়াটর ব্রত নিয়ে কাজ করে যাচ্ছেন শেখ আহমেদ বিন ইউসুফ আল আজহারি। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ক্বেরাত প্রতিযোগিতায় তিনি বিচারকের দায়িত্ব পালন করে আসছেন। শেখ আহমেদ বিন ইউসুফ আল আজহারি ‘ইন্টারন্যাশনাল কুরআন রিসাইটেশন এসাসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট এবং ইন্সটিটিউট অব কুরআনিক সায়েন্স এন্ড ফনেটিক্সের পরিচালক হিশাবে দায়িত্ব পালন করছেন। ছয় বছর বয়স থেকে শেখ আহমেদ বিন ইউসুফ তার পিতা শেখ ইউসুফের কাছে কোরআনের হাতেখড়ি নেন। পরবর্তীতে তিনি মিশরের বিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ে আট বছর অধ্যয়ন করেন। শেখ আহমেদ বিন ইউসুফ আল আজহারির সাথে যোগাযোগ করতে ০৭৮৫ ২২৩৮ ৪৬৩ অথবা ০৭৭৪৯৭৬০৯৬৭ এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।