লন্ডনে বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ
বাংলাদেশের রাষ্ট্রপতি এডভোকেট আব্দুল হামিদ চিকিৎসার জন্য লন্ডনে এসেছেন। গত ১৭ আগস্ট রোববার বিকাল সাড়ে সাতটায় তিনি বাংলাদেশ বিমানযোগে হিথ্রো বিমানবন্দরে পৌঁছান। ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মিজারুল কায়েস, মিসেস কায়েস এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক প্রেসিডেন্টকে বিমানবন্দরে স্বাগত জানান। ১৮ আগস্ট সোমবার সেন্ট্রাল লন্ডনের একটি হাসপাতালে প্রেসিডেন্টের চক্ষু পরীক্ষা সম্পন্ন হয়। অন্যান্য চিকিৎসার জন্য রাষ্ট্রপতি এক সপ্তাহ লন্ডনে অবস্থান করবেন বলে জানা গেছে।
এদিকে একটি সূত্রে জানা যায়, প্রেসিডেন্টকে নিয়ে আওয়ামী লীগ একটি কমিউনিটি সভা আয়োজনের আগ্রহ প্রকাশ করলেও প্রেসিডেন্ট তাতে যোগ দিতে অপারগতা প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি জানিয়ে দিয়েছেন, চিকিৎসার জন্য লন্ডনে এসে তিনি কোনো জনসভায় যোগ দিতে চান না।