দিবস পালনের খরচ ৭৯ লাখ টাকা

ঐতিহাসিক মুজিবনগর দিবস ২০১৪ উদযাপন করতে সরকারের খরচ হয়েছে ৭৯ লাখ ৫০ হাজার টাকা! দুই দিনের একটি সাধারণ মানের সরকারি অনুষ্ঠান করতে সরকারের এত খরচ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, যেখানে একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করতে এত খরচ হয় না সেখানে এত খরচের মানে কি? সূত্র জানায়, সরাসরি ক্রয় প্রক্রিয়ার মাধ্যমে এ অর্থ দিতে এখন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের গলদঘর্ম অবস্থা। অবশেষে বাধ্য হয়ে বিষয়টি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য পাঠিয়েছেন তারা। মন্ত্রিসভা কমিটির জন্য পাঠানো সারসংক্ষেপে বলা হয়েছে, ২০১৪ সালে দিবসটি উদযাপনের জন্য সময়ের স্বল্পতা ছিল। তাই জরুরি বিবেচনায় অনুষ্ঠান বিবেচনায় দক্ষ ও যোগ্য বিবেচনায় মন্ত্রীর সম্মতি নিয়ে অনুষ্ঠান ও লজিস্টিক সেবা সরবরাহের দায়িত্ব একটি বিজ্ঞাপনী সংস্থাকে দেয়া হয়। এতে বাণিজ্যমন্ত্রী, শিল্পমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও উপদেষ্টা তৌফিক ইলাহীসহ অনেক গণ্যমান্য ব্যক্তি, সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ ব্যক্তিসহ নতুন প্রজন্মের অনেকেই উপস্থিত ছিলেন। বিশাল পরিসরে ১৭ ও ১৮ই এপ্রিল দুই দিনের এ অনুষ্ঠান আয়োজন করা হয়। বিজ্ঞাপনী সংস্থাটি তাদের বিলে উল্লেখ করেছে, এসব খরচ নগরী সজ্জিতকরণ, বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন, কর্মকর্তাদের আবাসন, আপ্যায়ন ও কর্মসূচি সম্পাদনে লজিস্টিক সেবা সরবরাহের জন্য ৭৯ লাখ ৪২ হাজার ১৮৮ টাকা খরচ হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ বিল পরিশোধের সাফাই গেয়ে বলেছে, পিপিআর ২০০৮-এর তফসিল-২-এর ৭৬ (১) ধারা অনুসারে জরুরি প্রয়োজনে ৫০ লাখ টাকার পণ্য বা সেবা সরাসরি ক্রয়ের বিধান রয়েছে। কিন্তু কোম্পানিটির বিল ৫০ লাখ টাকার বেশি। এজন্য বিষয়টি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। সারসংক্ষেপের শেষে বলা হয়েছে, এই সারসংক্ষেপটি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মন্ত্রী দেখেছেন, অনুমোদন করেছেন এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে পাঠানোর সম্মতি দিয়েছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button