ইউক্রেনে রুশ ত্রাণবহর, ক্ষুব্ধ পশ্চিমা বিশ্ব
বিনা অনুমতিতে ইউক্রেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় রাশিয়া ত্রাণবহর পাঠানোয় পশ্চিমা বিশ্ব ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। যুক্তরাষ্ট্র একে ইউক্রেনের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ বলে মন্তব্য করেছে। একই সাথে মস্কোকে তার ত্রাণবহর ফেরত নেয়ার আহ্বান জানিয়েছে তারা। অন্যথায় রাশিয়ার ওপর আরো নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে হুশিয়ারি দিয়েছে।
এদিকে ত্রাণবহর সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নও।
প্রায় ১০০টি গাড়ি নিয়ে রাশিয়ার পাঠানো ত্রাণবহরে অস্ত্র ও যুদ্ধ-সরঞ্জাম রয়েছে বলে ধারণা ইউক্রেনের। পূর্বাঞ্চলের বিদ্রোহীদের সাহায্য করতেই এগুলো পাঠানো হয়েছে বলে অভিযোগ তাদের। কিন্তু রাশিয়া বলছে, অস্ত্র নয় ওই বহরে তারা খাবার ও পানীয় পাঠিয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্র বলছে, এর মাধ্যমে রাশিয়া ইউক্রেনের সার্বভৌমত্বকে ক্ষুণ্ন করেছে। দেশটির ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি এডভাইজার বেন রোডেস বলেছেন, গাড়ি বহর সরিয়ে না নিলে রাশিয়া আরো নিষেধাজ্ঞার মুখে পড়বে।
অন্যদিকে ন্যাটো বলেছে, রাশিয়ার এই আচরণের ফলে সংকট আরো বাড়বে।
রাশিয়ার পাঠানো ত্রাণবাহী লরির প্রথম অংশ গতকাল বিদ্রোহী নিয়ন্ত্রিত লুহআনস্কে পৌঁছেছে। উদ্ভূত এই পরিস্থিতিতে এক জরুরি বৈঠকে বসেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।