সিরিয়া যুদ্ধে নিহত হয়েছে প্রায় ২ লাখ মানুষ : জাতিসঙ্ঘ
সিরিয়ার গৃহযুদ্ধে গত তিন বছরে প্রায় দুই লাখ মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছেন জাতিসঙ্ঘের মানবাধিকার সংস্থার প্রধান নাভি পিল্লাই। গতকাল শুক্রবার তিনি জেনেভায় বলেন, ২০১১ সালের মার্চ থেকে ২০১৪ সালের এপ্রিল পর্যন্ত সিরিয়ায় গৃহযুদ্ধে মোট এক লাখ ৯১ হাজার ৩৬৯ জন নিহত হয়েছে। তিনি বলেন, এর আগে ২০১৩ সালের জুলাই পর্যন্ত নিহতের পরিসংখ্যান দেয়া হয়েছিল। তখন পর্যন্ত এক লাখ মানুষের মৃত্যু হয়েছিল।
নতুন এই পরিসংখ্যান অনুযায়ী নিহতের হার আগের রিপোর্টের চেয়ে অনেক বেশি বলে উল্লেখ করেন নাভি পিল্লাই। তিনি এ ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তার সমালোচনা করেন।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়ছে বিদ্রোহীরা। এতে দেশটিতে গৃহযুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। সবচেয়ে বেশি সংখ্যক মানুষ নিহত হয়েছে দামেস্ক ও অলেপ্পো প্রদেশে যথাক্রমে ৩৯ হাজার ৩৯৩ জন ও ৩১ হাজার ৯৩২ জন। সিরিয়ার সরকার ও বিদ্রোহী উভয় পক্ষকে যুদ্ধাপরাধের দায়ে দোষী সাব্যস্ত করেছে জাতিসঙ্ঘ।