৬ বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকা থেকে ৬ বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। জানা যায়, রবিবার দুপুর একটার দিকে লাউড়েরগড় সীমান্তের আর্ন্তজাতিক সীমান্ত পিলার ১২০৩ সংলগ্ন যাদুকাটা নদীতে লাকড়ি কুড়াতে গিয়ে সীমান্ত অতিক্রম করে ভারতে চলে গেলে তাদের আটক করে নিয়ে যায় গুমাঘট ক্যাম্পের বিএসএফ সদস্যরা।
আটককৃতরা হলেন- উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় গ্রামের আলেক মিয়ার ছেলে জানে আলম (১৮), একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোর সায়েম (১৫), আব্দুল বারেকের ছেলে মিছবাহ (১৪), আব্দুর নুরের ছেলে মোক্তার মিয়া (১৮) এবং মাহিদাবাদ গ্রামের দেলো মিয়ার ছেলে কালা মিয়া(১৫) ও বাদাঘাট ডিগ্রী কলেজের ছাত্র তৌকির হাসান সৈকত(১৮)।
লাউড়েরগড় বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মিজানুর রহমান এর সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের ছাড়িয়ে আনতে আমরা বিএসএফ এর সাথে যোগাযোগ করেছি। তারা আটককৃতদের ছেড়ে দেবে বলে আশ্বাস দিয়েছে।