ব্রিটেনে অবৈধ ইমিগ্র্যান্ট পাকড়াও কমেছে!
ব্রিটেনে পালিয়ে বেড়ানো চার অবৈধ ইমিগ্র্যান্টদের মধ্যে শুধুমাত্র একজনকে পাকড়াও করা সম্ভব হচ্ছে। দ্য সানডে পিপল তার এক প্রতিবেদনে জানায় ২০১০ সালে ডেভিড ক্যামেরন ক্ষমতায় আসার পর থেকে পালিয়ে বেড়ানো এই অভিবাসীদের পাকড়াও এর হার কমে আসে।
এই সময়ে ৯,৩৬২ জন পলাতকদের মধ্যে মাত্র ৫,৪৩০ জনকে ধরা সম্ভব হয় যা মাত্র ৫৮%। গত বছর এই সংখ্যা আরো হ্রাস পেয়ে ২৪% এ নেমে আসে। মোট ৩,৫২৭ জনের মধ্যে মাত্র ৮৪৬ জনকে আটক করা হয়।
ফ্রিডম অব ইনফরমেশন রুলস এর আওতায় প্রকাশিত সংখ্যায় ডিটেনশন সেন্টারগুলিতে আটক বন্দি এবং কাষ্টডিতে থাকা অন্যান্য অপরাধীরাও অন্তর্ভূক্ত রয়েছে।
লেবার পার্টি জনগণকে ঝুকির মধ্যে রাখার জন্য প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও হোম সেক্রেটারি তেরেসা মে’কে অভিযুক্ত করেছে।
লেবার শ্যাডো হোম অফিস মিনিষ্টার ডেভিড হানসন বলেছেন “এখন আমাদের কাছে প্রমাণ রয়েছে যে তেরেসা মে’র পর্যবেক্ষণে আমাদের বর্ডার সুরক্ষিত নয়।”