সেলফি নিষিদ্ধ যে সমুদ্র সৈকতে
দক্ষিণ ফ্রান্সের বিখ্যাত অভিজাত সমুদ্র সৈকত লা-গারোপে সেলফি তোলাকে নিষিদ্ধ করা হয়েছে। সৈকতটিকে ‘নো ব্রাগিস জোন’ ঘোষণা করা হয়েছে। সেখানে সেলফিকে বলা হয় ব্রাগিস।
মজার ব্যাপার হলো ওই সমুদ্র সৈকতে সেলফি শুধু নিষিদ্ধই নয়, রীতিমতো হলিডে স্প্যাম পুলিশ টহল দেয় সেখানে। যাতে সি-বিচে লুকিয়ে বা চুরি করেও কেউ এই ‘অপকর্ম’ না করতে পারেন। এবং কেউ তুললেও যাতে হাতে-নাতে তাকে ধরে ফেলা যায়।
এখানেই শেষ নয়। যারা ওই সি-বিচে যাবেন তাদের ফোনে যদি কোনো সেলফি লোড করা থাকে, সেসবও মুছে ফেলতে অনুরোধ করা হচ্ছে।
কিন্তু সেলফিতে এত কড়াকড়ি কেন সেখানে? কারণ একটিই। যাতে সেলফি তুলতে গিয়ে সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করা থেকে ভ্রমণকারীরা বাদ না পড়েন!