পদত্যাগ করলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী
দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিযে তীব্র সমালোচনার মুখে শেষতো পদত্যাগ করলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী মানুয়েল ভলস। সোমবার তিনি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের কাছে পদত্যাগ পত্র জমা দেন। প্রধানমন্ত্রীর পদত্যাগের পরই মঙ্গলবারের মধ্যে নতুন মন্ত্রিসভা গঠনের তাগিদ দিয়েছেন প্রেসিডেন্ট।
অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বেশ কিছুদিন ধরেই সমালোচনা সহ্য করে আসছিলেন অর্থমন্ত্রী আরন মঁতেবু। তবে রবিবার কঠোর সমালোচনার মুখে পরার পর পদত্যাগপত্র জমা দিলেন প্রধানমন্ত্রী ভলস।
এদিকে পদত্যাগপত্র হাতে পাওয়ার পর এক বিবৃতি দিয়েছেন প্রেসিডেন্ট ওঁলাদে। তিনি বলেন, নতুন মন্ত্রীসভা গঠন করতে হবে। তা হবে দেশের সংবিধানের প্রয়োজনে।
এদিকে, নতুন সরকার গঠন করেও সংকটের কতটা সমাধান হবে তা নিয়ে সন্দিহান বিশ্লেষকরা।