ডিজিটালাইজড হচ্ছে ভূমি রেজিষ্ট্রি ব্যবস্থাপনা
দেশের ৫৫টি জেলার ভূমি রেজিষ্ট্রি ও সংরক্ষণ আধুনিকায়ন করা হচ্ছে। ৪ কোটি ৫৮ লাখ ৪৩ হাজার ৪০৪টি খতিয়ান তথ্য প্রযুক্তি ব্যবহার করে ডিজিটালাইজড করা হবে। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ সংক্রান্ত একটি প্রকল্প অনুমোদন করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় মোট তিনটি প্রকল্প অনুমোদন দেয়া হয়।
প্রকল্প তিনটি হলো- ৯২ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে ডিজিটাল পদ্ধতিতে জরিপ ও রেকর্ড প্রণয়ন এবং সংরক্ষণ প্রকল্প; ১২৩ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে বাগেরহাটের সাইনবোর্ড-মোড়েলগঞ্জ-রায়েন্দা-শরনখোলা-বোগী সড়ককে আঞ্চলিক মহাসড়কে উন্নীতকরণ প্রকল্প; ৫৪ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সংরঞ্জামাদি ক্রয় প্রকল্প।