গাজা সীমান্তে আরও ইসরাইলি সেনা ও ট্যাঙ্ক মোতায়েন
গাজায় আবারও স্থল অভিযান চালাতে সীমান্তে আরও সেনা ও ট্যাঙ্ক মোতায়েন করেছে দখলদার ইসরাইল। মঙ্গলবার গাজার কাছে যেসব সেনাকে আনা হয়েছে তাদের মধ্যে রিজার্ভ ফোর্সও রয়েছে। গাজায় বিমান হামলা অব্যাহত রেখেই স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে তেল আবিব।
আজও ইসরাইলি বিমান হামলায় অন্তত দুই ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ভোরের দিকেই গাজার একটি এলাকায় অন্তত ২০ বার বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী।
ফিলিস্তিনের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলেছেন, গত ৮ জুলাই থেকে গাজায় যে হামলা শুরু হয়েছে, তাতে এ পর্যন্ত অন্তত ৮৯টি ফিলিস্তিনি পরিবারের সবাই শহীদ হয়েছেন। এ সময়ে ইসরাইলি হামলায় শহীদ হয়েছেন মোট দুই হাজার ১৩৬ জন। এরমধ্যে ৫৭০টি শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ১০ হাজার ১৯৩ জন।
মানবাধিকার সংগঠনগুলোসহ আন্তর্জাতিক সংস্থাগুলোও স্বীকার করেছে, ইসরাইলি হামলায় এ পর্যন্ত যারা হতাহত হয়েছেন তাদের প্রায় সবাই বেসামরিক ব্যক্তি।