চলতি বছর ১৩ লাখ বিদেশী হজ্জ পালন করবেন

Hajjচলতি বছর ১৩ লাখ বিদেশী হাজী পবিত্র হজ্জ পালনে সৌদি আরব আগমন করবেন বলে আশাপ্রকাশ করেছেন সৌদী হজ্জ মন্ত্রণালয়। সবচেয়ে বেশি সংখ্যক হজ্জযাত্রী পাঠাবে দক্ষিণ এশিয়ার দেশগুলো। যার পরিমাণ ৪ লাখ ১০ হাজার। এর পর রয়েছে আরব দেশগুলোর অবস্থান। যেখান থেকে আসবে ২ লাখ ৫০ হাজার। ২ লাখ ২৮ হাজার হাজী আসবেন দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো থেকে। যার মধ্যে আছে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া এছাড়া তুরস্ক এবং ইউরোপীয় দেশগুলো থেকে আসবে এক লাখ ৯০ হাজার। অ-আরব আফ্রিকান দেশগুলো থেকে আসবে এক লাখ ৭০ হাজার এবং ইরান থেকে ৬৩ হাজার হাজী।
ন্যাশনাল হজ্জ এবং উমরাহ কমিটির সদস্য সাদ-আল কুরেশী বলেছেন, প্রায় দেড় লাখ দেশীয় হাজী হজ্জ পালন করবেন। এর মধ্যে বিদেশে অবস্থানরত সৌদী নাগরিকরাও রয়েছে। এর মধ্যে ৪১ হাজার রয়েছে যারা অল্প খরচে হজ্জ পালনে সুবিধা পাবেন। তাওয়াফ অর্গানাইজেশন ফর সাউথ এশিয়া গত দুই দিন আগে চলতি বছরের হজ্জ প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের এক পর্যালোচনা বৈঠক করেছেন। ঐ সংস্থাটি ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে আগত হাজীদের হজ্জ ব্যবস্থাপনা ও দেখাশুনার দায়িত্বে নিয়োজিত থাকেন। সংস্থার চেয়ারম্যান রাফাত বদর হজ্জ সেবায় নিয়োজিত ১১৫টি মাঠ পর্যায়ে কর্মরত গ্রুপের প্রধানদের উদ্দেশ্যে বলেন, আপনারা মহান আল্লাহর মেহমানদের নির্বিঘ্নে এবং আরামে হজ্জ পালনের জন্য সব ধরনের সেবা প্রদানে সর্বদা সজাগ ও সচেষ্ট থাকবেন। এবারের হজের সময় হাজীদের নিরাপত্তা বিধানের জন্য বিদেশী সিকিউরিটি কোম্পানীর সহযোগিতা নেয়ার ব্যাপারে ইতোমধ্যে যে খবর প্রকাশিত হয়েছে তা প্রত্যাখ্যান করেছে সৌদী হজ্জ মন্ত্রণালয়। হজ্জ মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী হাতিম কাদি বলেন, পবিত্র হজ্জের সময় যে সব কোম্পানী হাজীদের নিরাপত্তা বিষয়সহ সব ধরনের সেবায় নিয়োজিত থাকেন তারা শতভাগ সৌদী নাগরিক।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button