ভবিষ্যতে অভিনব উপায়ে ইসরাইলকে প্রতিরোধ করবে হামাস : খালেদ মিশেল
আগামী বছরগুলোতে অভিনব উপায়ে ইসরাইলকে প্রতিরোধ করা হবে বলে জানিয়েছেন হামাসের রাজনৈতিক শাখার প্রধান খালেদ মিশেল। গতকাল মঙ্গলবার ইরানিয়ান টিভি’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানিয়েছেন। মিডল ইস্ট মনিটর এ খবর জানিয়েছে।
সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা গাজাকে স্বাধীন করতে চাই। এর জন্য সীমান্তের সব দরজা খুলে দিতে হবে, নিজস্ব একটি সমুদ্রবন্দর ও বিমান বন্দর থাকতে হবে। শুধু এগুলো হলেই চলবে না, অর্থ আদান-প্রদানের ক্ষেত্রে জোট সরকার ও পশ্চিম তীরের সাথে যোগাযোগের ব্যাপারে নিশ্চয়তা দিতে হবে। এছাড়া পশ্চিম তীরে সব ধরণের আগ্রাসী আচরণ এবং বন্দিদের পুনরায় গ্রেফতার অভিযান বন্ধ করতে হবে।
তিনি আরো বলেন, সামনের বছরগুলোতে অস্তিত্ব টিকিয়ে রাখার অভিনব উপায় বের করতে হবে। আর এ সব প্রয়োগ করে ইসরাইলি দখলদারিত্ব থেকে মুক্তি পেতে হবে। সারাবিশ্ব এর সাক্ষী থাকবে।