ইসরাইলি হামলায় গাজায় ৯০ পরিবার সম্পূর্ণ নিশ্চিহ্ন

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর চলমান হামলায় ৯০ পরিবার সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে। ফিলিস্তিনের চিকিৎসা সূত্র খবরটি নিশ্চিত করেছে। এ দিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরাইলি হামলার ৪৯তম দিনেও ২০ জন নিহত এবং ৬০ জনের বেশি আহত হয়েছে।
রোববার পর্যন্ত গাজা হামলায় মোট দুই হাজার ১২০ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ৫৭৭ শিশু, ২৬০ জন মহিলা এবং ১০১ জন বয়স্ক লোক রয়েছে। এ ছাড়া ১০ হাজার ৮৫৪ জন আহত হয়েছে। তাদের মধ্যে তিন হাজার ৩০৭ শিশু, দুই হাজার ৪২ জন মহিলা এবং ৪০১ জন বয়স্ক লোক রয়েছে।  স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ড. আশরাফ আল কাদের বলেন, ইসরাইলি আগ্রাসনে জুদে পরিবারের চিহ্নও মুছে গেছে। এই গণহত্যায় যোগ হয়েছে এ রকমের আরো ৮৯ পরিবার।  আল কাদের বলেন, ৯০ পরিবারে সদস্য ছিল ৫৩০ জন।  ইসরাইল আবাসিক এলাকায় হামলা বাড়িয়েছে। সর্বশেষ ৪৮ ঘণ্টায় গাজা শহরে একটি ১৪ তলা ভবন, খান ইউনুস এলাকায় একটি শপিংমল এবং রাফা, গাজা ও বেইতে তিনটি মসজিদ ধ্বংস করা হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button