ব্রাদারহুড প্রধান বাদিয়িকে গ্রেপ্তারের নির্দেশ
মিশরের প্রধান রাজনৈতিক দল ব্রাদারহুডের প্রধান মোহাম্মদ বাদিয়িকে গ্রেপ্তারের নির্দেশ জারি করেছে দেশটির সেনাসমর্থিত অন্তর্বর্তী সরকার। বুধবার মিশরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, সরকারি কৌঁসুলির দপ্তর থেকে এ নির্দেশ জারি করা হয়েছে।
সোমবার কায়রোতে সংগঠিত সংঘর্ষ উস্কে দেয়ার অভিযোগে তাকে গ্রেপ্তারের এই নির্দেশ দেয়া হয়েছে। ওই সংঘর্ষে অন্তত ৫১ জন নিহত হন।
এদিকে ব্রাদারহুড তাদের প্রতিবাদ আন্দোলন শান্তিপূর্ণ দাবি করে আসছে।
ইতোমধ্যে ব্রাদারহুডের বেশ কয়েকজন নেতাকে আটক করেছে মিশরের সেনা সমর্থিত অন্তর্বর্তী সরকার। এছাড়া অনেক নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।
মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হাজেম আল বেবলাওবির পক্ষ থেকে সরকার গঠনের ঘোষণা আসার পরই ব্রাদারহুড নেতাকে গ্রেপ্তারের নির্দেশ আসল।
ব্রাদারহুড মনে করে, সেনাবাহিনীর অভ্যুত্থানের মাধ্যমে মুরসিকে ক্ষমতা থেকে অসাংবিধানিকভাবে সরিয়ে দেয়া হয়।
মুরসিকে ক্ষমতাচ্যুত করার পরই দলটি ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছে। শুক্রবার ব্রাদারহুড কায়রোর রাবা আল আদাবিয়া মসজিদ প্রাঙ্গনে সবচেয়ে বড় প্রতিবাদী সভার আয়োজন করে। এতে তারা মুরসিকে মুক্তি দেয়ার এবং প্রেসিডেন্ট হিসেবে পুনর্বহালের দাবি জানায় ।
এর আগে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বেবলাওবি ব্রাদারহুডের রাজনৈতিক শাখা ফ্রিডম এন্ড জাস্টিস পার্টি (এফজেপি)কে মন্ত্রীসভায় যোগ দেয়ার জন্য আহবান জানিয়েছেন।
তবে এফজেপি অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর এ আহবান প্রত্যাখ্যান করে। এফজেপি জানিয়েছে, তারা অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হাজেম আল বেবলাওবির গঠিত মন্ত্রীপরিষদে যোগ দেয়ার প্রস্তাব গ্রহণ করবে না।