মৃত স্বামীকে হীরায় পরিণত করলেন ব্রিটিশ নারী

UKপ্রাচীনকালের রূপকথার গল্পের মতো কোনো জাদুর কাঠির ছোঁয়ায় নয়, সত্যি সত্যিই মৃত স্বামীর ছাইকে হীরায় পরিণত করেছেন এক ব্রিটিশ নারী।
যুক্তরাজ্যের কেন্টের বাসিন্দা গ্লিনিস বার্নেট (৬৩) নামে ওই নারী বলেন, ‘যখন হলুদ রংয়ের ওই হীরক খণ্ডটি আমি বন্ধুদের দেখাই, তারা প্রশংসা না করে পারে না।’
আসলে মৃত স্বামীকে সব সময় কাছেই রাখতে চেয়েছিলেন বার্নেট। কিন্তু মৃত্যুর পর মানুষের নশ্বর দেহ তো আর ধরে রাখা সম্ভব নয়। তাই স্বামীর স্মৃতি চিহ্নস্বরূপ তার ছাই দিয়ে হীরা বানিয়েই রেখে দিয়েছেন বার্নেট।
স্বামীর ছাইকে হীরায় পরিণত করতে গবেষণাগার তৈরিতে পাঁচ হাজার পাউন্ড ব্যয় হয়েছে বার্নেটের।
সাইন্স ফিকশন গল্পের মতো শোনালেও পশ্চিমা দেশগুলোতে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে মৃতের ছাই দিয়ে স্মৃতিচিহ্ন তৈরি করে রাখার প্রবণতা। শুধু হীরা নয়, প্রিয়জনের মৃতদেহের ছাই দিয়ে তৈরি হচ্ছে ভাস্কর্য, ছাই মিশিয়ে আঁকা হচ্ছে ছবি, কিংবা ছাই আতশবাজির সঙ্গে মিশিয়ে পোড়ানো হচ্ছে আকাশে।
উদাহরণ হিসেবে বলা যায়, ব্রিটিশ শহর অ্যাস্কটের বাসিন্দা সু হোয়াইটের কথা। সু তার স্বামী ব্র“সের ছাই দিয়ে একটি আধুনিক ভাস্কর্য তৈরি করেছেন।
ব্রিটিশ নারী প্যাট্রিসিয়া মিচেল (৭৩) তার মৃতদেহের ছাই দিয়ে টেমস নদীর উপর আতশবাজি প্রদর্শনের অনুরোধ জানিয়েছেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button