দুর্নীতি মামলায় অভিযুক্ত আইএমএফ প্রধান
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রধান ও ফ্রান্সের সাবেক অর্থমন্ত্রী ক্রিস্টিনা লাগার্দের বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারির ঘটনায় আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। তবে তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি। লাগার্দে গতকাল জানান, একটি মাল্টি মিলিয়ন ইউরোর দুর্নীতি মামলায় তাকে ‘অবহেলার’ দায়ে অভিযুক্ত করা হয়েছে। তিনি ফ্রান্সের অর্থমন্ত্রী থাকাকালে ২০০৮ সালে ওই ঘটনাটি ঘটে। তিনি আরও জানান, এ অভিযোগের ভিত্তিতে আইএমএফ-এর প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর কোনো ইচ্ছা তার নেই। তিনি বলেন, আমি ওয়াশিংটনে ফিরে যাচ্ছি। সেখানে গিয়ে আমার বোর্ডকে আমি ব্রিফ করব। উল্লেখ্য, ২০০৮ সালে নিকোলাস সারকোজির সরকারের সময় ব্যবসায়ী বারনার্ড তাপিয়েকে ক্ষতিপূরণ বাবদ ৪০০ মিলিয়ন ইউরো প্রদান করা হয়েছিল।